পড়ো ইবনে আবদুল্লা

পড়ো ইবনে আবদুল্লা
পড়লে যাবে জীবের
মনের ময়লা।।

একরা বিসমে রাব্বিকা
আছে সুরা ত্রিশ পারা
নবিজী তা পড়ে না,
জিবরাইল তা শোনে না
মোহর নবুয়ত দিলেন খোদাতালা।।

হেরা পর্বত গুহাতে
বসেছিলেন দীনের নবি মোশাহেদাতে
সেথায় জিবরাইল হয়ে হাজির
খেলাফত দিলেন মালেক আল্লা।।

নবির পৃষ্ঠে মোহর নবুয়ত রয়
আশেকেতে আকাশ দেখে
ভক্তগণকে কয়,
লালন বলে এ ভেদ জানলে
যাবে মনের ত্রিতাপজ্বালা।।

(সাধকদেশ)

ইবনে আবদুল্লাহ: আল্লাহর দাসের পুত্র।
একরা বিসমে রাব্বিকা: একরা বিসমে রাব্বিকা। হেরাগুহায় অবতীর্ণ কোরানের প্রথম সূরা ‘আলাক্ক’ এর প্রথম চরণ, যার বঙ্গানুবাদ হয় রম: আল্লাহ্‌র কাফশক্তি- অর্থাৎ সম্যক গুরুর মহাশক্তি (ত্যাগের জ্ঞান বা না শক্তির জ্ঞান) অর্জনে রাজি থেকে কাফশক্তি বা নির্বাণশক্তির অনুশীলন করো তোমার প্রভুর পর্দার (সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়ে আগত ধর্মরাশি) সাথে যা তোমার রূপান্তর সৃষ্টি করে এবং তোমায় প্রভুরূপে আছে।
মোশাহেদা: বিষয়ের ধ্যান, অন্তরের ধ্যান।