পড়গে নামাজ জেনে শুনে

পড়গে নামাজ জেনে শুনে।
নিয়ত বাঁধগা মানুষ
মক্কা পানে।।

শতদল কমলে কালার
আসন শূন্য সিংহাসনে
ওসে খেলছে খেলা, বিনোদ কালা
এই মানুষের তন ভূবনে।।

মানুষে মানুষ কামনা
সিদ্ধ করো বর্তমানে
চৌদ্দ ভুবন ফিরায়ে নিশান
ঝলক দিচ্ছে নয়ন কোণে।।

মুর্শিদের মেহেরে মোহর
যার খুলেছে সেই তা জানে
ও তাই বলছে লালন, ঘর ছেড়ে ধন
খুঁজিস কেন বনে বনে।।

(প্রবর্তদেশ)

মুর্শিদের মেহেরে মোহর: গুরুকৃপায় দেহমনের বন্ধনমুক্ত হওয়া।
ঘর ছেড়ে বন: দেহের ভিতর না খুঁজে দেহের বাইরে বিশ্রাম সন্ধান করে ঘুরে মরা।