প্রেম শিখালাম যারে হাত ধরি।
দেখো দেখো সজনী দিবারজনী
তাঁর প্রেমে এখন জ্বলে মরি।।
ওরে মন প্রেম শিখাইলি যারে
সে প্রেম তোরে বাঁধিয়া মারে
নয়নে নয়নে সন্ধানে স্মরণে
মরমে বেঁধেছে এ কুলের নারী।।
অস্ত্রাঘাতের ব্যথা শুকাইলে যায়
প্রেম আঘাত করে জীবন সংহায়
তবু জীবন যায় না সে দেখে
দিবানিশি করে জ্বালাতন আমারি।।
আগে নাহি জানি এমন হবে
বাঘ শিকারীকে বাঘে ধরে খাবে
অনুরাগের বাঘে খেলো লালনেরে
যেমন গর্ভে ধরে অসৎ নারী।।
(কৃষ্ণলীলা)