রসুল রসুল বলে ডাকি

রসুল রসুল বলে ডাকি।
রসুল নাম নিলে বড় সুখে থাকি।।

মক্কায় যেয়ে হজ্ব করিয়ে
রসুলের রূপ নাহি দেখি
মদীনাতে যেয়ে রসুল
মরেছে তাঁর রওজা দেখি।।

হায়াতুল মুরসালিন বলে
কোরানেতে লেখা দেখি
দীনের রসুল মারা গেলে
কেমন করে গৃহে থাকি।।

কূল গেলো কলঙ্ক হলো
আর কিছু নাই দিতে বাকি
দরবেশ সিরাজ সাঁই কয় অবোধ লালন
রসুল চিনলে আখের পাবি।।

(স্থূলদেশ)

রসুল: মহাবিশ্বের কেন্দ্রবিন্দুতে থাকার যে পদ্ধতি তা যিনি নিজের জীবনে পদ্ধতিস্থ করতে পেরেছেন তিনি রসুল। রসুল, অর্থ প্রতিনিধি। প্রত্যেক নবি একজন রসুল। কিন্তু প্রত্যেক রসুল নবি নন। মহানবি ছাড়া নবিগণ প্রথমত রসুল, তারপর না হয়েছিলেন। রসুলের বংশধরগণ সর্বযুগে সশরীরে বিরাজ করেন।