রঙমহলে সিদ কাটে সদাই

রঙমহলে সিঁদ কাটে সদাই
বলো কোথায় সে চোরের বাড়ি।
পেলে তারে কয়েদ করে।
পায়ে দিতাম মনো বেড়ি।।

সিং দরজায় চৌকিদার একজন
অহর্নিশি থাকে সচেতন
কোন সময় কোন ভেলকি মেরে
চুরি করে কোন ঘড়ি।।

ঘর বেড়িয়ে ষোলজন সেপাই
এক এক জনের গুণের সীমা
নাই তারাও চোরের না পেলো টের
কার হাতে দেবে দড়ি।।

পিতৃধন সব নিল চোরে
নেংটি ঝাড়া করলো আমারে
লালন বলে একই কালে
চোরের হলো কু-আড়ি।।

(সাধকদেশ)

ঘড়ি: ঘাটি, মানবদেহ।