রস প্রেমের ঘাট ভাঁড়িয়ে তরী বেয়ো না

রস প্রেমের ঘাট ভাঁড়িয়ে তরি বেয়ো না।
আইন জানো না বললে মানো না।।

নতুন আইন এলো নদীয়াতে
প্রেমের ঘাটে উচিৎ কর দিতে
জেনে সেই খবর, করিলে জোর জবর
উচিৎ সাজায় বাঁচবে না।।

প্রেমের ঘাটে রাজা নিতাই
রাইরাধা রসবতী চুন্নি তাই
সে ঘাট মারিলে, পড়িবে দায়মালে
এই ঝাকমারী কর না।।

মেরেছিল সেই ঘাট শ্যামরাই
চালান হলো নদে জেলায়
লালন ভেবে বলে, আমার এই কপালে
হয় কী জানি ঘটনা।।

(নিতাইলীলা)

দায়মাল: দেউলিয়া, দায়গ্রস্তু, সবর্দান্ত।