রসিক সুজন ভাইরে দুইজন

রসিক সুজন ভাইরে দুইজন
বসে আছো কোন আশে।
তোদের বাড়ি অতিথ এলো
দুই ছেলে আর এক মেয়ে।।

ভবের ‘পর এক সতী ছিলো
বিপাকে সে মারা গেলো
মরার পেটে গর্ভ হলো
এই ছিলো তার কপালে৷।

মরা যখন কবরে নেয়
তিনটি সন্তান তার তখন হয়।
তিনজনা তিনদেশে গেলো
মরা লাশ ফেলে থুয়ে।।

মরার যখন মাংস পচে
তিনজনাতে বসে হাসে
অন্যলোকে ঘৃণা করে
লালন তুলে নেয় কোলে।।

(সিদ্ধিদেশ)