রসুলের সব খলিফা কয় বিদায়কালে

রসুলের সব খলিফা কয় বিদায়কালে।
গায়েবী খবর আর কি পাবো
দীনের রসুল তুমি চলে গেলে।।

মহাপ্যাঁচই আইন তোমার
বুঝে উঠা সাধ্য বা কার
কি করিতে কী করি আর
সহি না পেলে।।

কোরানের ভিতরে সে তো
মোকাত্তায়াত হরফ যতো
মানে কও তার ভালমতো
ফেলো না গোলে।।

আহাদ নামে কেন আফি
মিম দিয়ে মিম করে নফি
কি তার মর্ম কও নবিজী
লালন তাই বলে।।

(স্থূলদেশ)

গায়েবী খবর – গুপ্ত খবর, উর্ধ্বলোকের খবর, মনোলোকের অজ্ঞাত, অব্যক্ত, অব্যয় বিষয়।
মহাপ্যাঁচ: সূক্ষ্ম ও জটিল, লোক সাধারণের বোধগম্য নয়।
মোকত্তায়াত: কোরানের সাংকেতিক বর্ণ বা অক্ষর। যেমন: আলিফ, লাম, মিম = আলে মোহাম্মদ, অনন্ত মোহাম্মদ, সর্বকালীন মোহাম্মদের নূরের বংশধরগণ।
আহাদ: অখণ্ড নারী জগত, প্রকৃতি, সৃষ্টিজগত।
মিম: মোহাম্মদী অর্থাৎ গুণ অর্জন বা তাঁর অর্জন করা, শানে মোহাম্মদ, স্বর্গীয় চরিত্র ও গুণাবলীর অধিকারী হয়ে ওঠা।