সাদা সোহাগিনী ফকির সাধে কেউ কি হয়

সাদা সোহাগিনী ফকির সাধে কি হয়।
তবে কেন কেহ কেহ বেদাত সেদাত কয়।।

যাঁর নাম সাধি সেই তো জ্ঞান
যমন কোরানেতে পড়ে এলহাম
তা নইলে কি হাদিস কোরান
পড়তে এত রাগরাগিনী দেয়।।

সৎ গান যদি বেদাত হতো
তবে কি সুরে ফেরেস্তারা গাইতো
চেয়ে দেখো মেরাজের পথ
সুরেতে আহ্বান জানায়।।

আধ খ্যামটি পোন বাঙালি ভাই
গানের ভাব না বুঝে গোলমাল বাঁধায়
গানের ভাব বিশেষ ফল দিবেন গো সাঁই
লালন ফকির কয়।।

(সাধকদেশ)

বেদাত সেদাত: পাপ, অপরাধ।
মেরাজ: জ্ঞানের উর্ধ্বলোকে গমন।
আধ খ্যামটি পোন: স্কুল, মোটাবুন্ধি।