সাঁইর লীলা বুঝবি ক্ষ্যাপা কেমন করে।
লীলার যাঁর নাইরে সীমা
কোন সময় কোনরূপ ধরে।।
আপন ঘর আপনি ঘড়ি
আপনি করে রসের চুরি
ঘরে ঘরে;
আপনি করে মেজিস্টারী
আপনি পায়ে বেড়ী পড়ে।।
গঙ্গায় গেলে গঙ্গা জল হয়
গর্তে গেলে কূপজল কয়
দো বিচারে;
তেমনি সাঁইয়ের বিভিন্ন নাম
জ্ঞানপাত্র অনুসারে।।
একে বয় অনন্ত ধারা
তুমি আমি নাম বেওয়ারা
ভবের পরে;
লালন বলে কেবা আমি
জানলে ধাঁধা যেতো দূরে।।
(সাধকদেশ)