সাঁইর লীলা দেখে লাগে চমৎকার।
সুরাতে করিলে সৃষ্টি আকার কি সে নিরাকার।।
আদমেরে পয়দা করে
খোদ সুরাতে পরওয়ার
মুরাদ বিনে সুরাত কিসে
হইল সে হঠাৎ কার।।
নূরের মানে হয় কোরানে
কী বস্তু সেই নূর তাঁহার,
নিরাকারে কী প্রকারে
নূর চূয়ায়ে হয় সংসার।
আহাম্মদি রূপে হাদি
দুনিয়ায় দিয়েছে ভার
লালন বলে শুনে দেলে
সেও তো বিষম ঘোর আঁধার।।
(নূরতত্ত্ব)