সাঁইর নিগূঢ় লীলা বুঝতে পারে এমন সাধ্য নাই
সাঁইর নিরাকারে স্বরূপ নির্ণয়।
একদিন সাঁই নৈরেকারে ভেসেছিল ডিম্বুভরে
ডিম্বু ভেঙ্গে আসমানজমিন
গঠলেন দয়াময়।।
নূরের দিরাকের পরে
নূরনবির নূর পয়দা করে,
নূরের হুজরার ভিতর
নূরনবির সিংহাসন রয়।।
যে পিতা সেই তো পতি
গঠলেন সাঁই আদম সফি
কে বোঝে তাঁর কুদরতি
কেশের আরে পাহাড় লুকায়।।
ধরাতে সাঁই সৃষ্টি করে
ছিলেন সাঁই নিগূম ঘরে,
লালন বলে সেই দ্বারে
জানা যায় সাঁইয়ের নিগূঢ় পরিচয়।।
(নূরতত্ত্ব)