সাঁইয়ের লীলে বুঝবি ক্ষেপা কেমন করে

সাঁইয়ের লীলে বুঝবি ক্ষেপা কেমন করে।
লীলে যার নাইরে সীমা
কোনখানে কীরূপ ধরে।।

আপনি ঘরে সে আপনি ঘরী
আপনি করে রসের চুরি
ঘরে ঘরে;
ওসে আপনি করে ম্যাজেস্টারী
আবার আপনি বেড়ায় বেড়ী পরে।।

গঙ্গায় রইলে গঙ্গাজল হয়।
গর্তে গেলে কূপজল কয়
বেদ বিচারে;
তমনি সাঁইর বিভিন্ন নাম
জানায় পাত্র অনুসারে।।

একে বয় অনন্তধারা
তুমিআমি নাম বেওয়া
ভবের পরে;
অধীন লালন বলে কেবা আমি
জানলে ধাঁধা যেত দূরে।।

(সাধকদেশ)

বেওয়া: হীন, শূন্য।