সে যেন কী করলো আমার

সে যেন কী করলো আমার
কী যেন দিয়া।
আমি সইতে নারি কইতে নারি
সে আমার কি গিয়াছে নিয়া।।

আমার ঘরেতে গুরুগঞ্জন
বাহিরেতে সমাজ বন্ধন
আমি আর কতকাল এ সব বচন
শুনে শুনে রইবো সইয়া।।

অতৃপ্ত নয়নের আশা
লজ্জাভয় রমণীয় ভূষা
আমার যে প্রেমের বিষে লাগলো নেশা
কে দিবে তা বুঝাইয়া।।

যে যাতনা সয়ে থাকি
মনের জলে ভিজাই আঁখি
আমার কে আছে ব্যথার ব্যথী
লালন রচে সব বিসর্জন দিয়া।।

(কৃষ্ণলীলা)