সে প্রেম সামনে কি জানা যায়।
যে প্রেম সেধে গৌর
হলো শ্যামরায়।।
প্রেমিক ছিলো চণ্ডীদাসে
বিকালো রজকীর পাশে
মরে আবার জীবনে সে
জীবনদান পায়।।
দেবের দেব পঞ্চাননে
জেনেছিলো সে একজনে
শক্তির আসন বক্ষঃস্থলে
বক্ষঃস্থলে দেয়।।
মরে যে জন বাঁচতে পারে
প্রেম গুরু জানায় তারে
সিরাজ সাঁই কয় লালনেরে
তোর সে কার্য নয়।।
(প্রবর্তদেশ)
পঞ্চানন: পাঁচ মুখ, শিবের আরেক নাম।