সে রূপ দেখবি যদি নিরবধি

সে রূপ দেখবি যদি নিরবধি
সরল হয়ে থাক।
আয় না চলে ঘোমটা ফেলে
নয়ন ভরে দেখ।।

সরলভাবে যে তাকাবে
অমনি সে রূপ দেখতে পাবে
রূপেতে রূপ মিশে যাবে
ঢাকনি দিয়ে ঢাক।।

চাতক পাখির এমনি ধারা
অন্য বারি খায় না তারা
প্রাণ থাকিতে জ্যান্তে মরা
ঐরূপ ডালে বসে ডাক।।

ডাকতে ডাকতে রাগ ধরিবে
হৃৎকমল বিকশিত হবে
লালন বলে সেই কমলে
হবে মধুর চাক।।

(সাধকদেশ)

হৃৎকমল: হৃদয়ে অবস্থিত দ্বাদশ দলযুক্ত পদ্ম।