সে তো রোগীর মতো পাঁচন গিলা নয়

সে তো রোগীর মত পাঁচন গিলা নয়।
যারে সাধন ভক্তি বলা যায়।।

অরুচিতে আহার করা।
জানতে পায় সে সব ধারা
পেট ফুলে হয়গো সারা
উচ্ছিষ্ট সেবা সেহি প্রায়।।

উপরোধের কাজ ঢেঁকির মত
গিলা কঠিন হয় কত
সাধনে যার নাই একান্ত
তারি অমনি হয়।।

এমনি মত বারে বারে
কতই আর বুঝাব হারে
লালন বলে ভক্তির জোরে
সাঁইকে বাঁধে সর্বদাই।।

(প্রবর্তদেশ)