সে ভাব সবাই কি জানে

সে ভাব সবাই কি জানে।
যে প্রেমে শ্যাম আছে বাঁধা
ব্রজ গোপীদের সনে।।

শুদ্ধরস অমৃত সেবা
গোপী বিনে জানে কে
পাপপুণ্যের ন্নান থাকে না
কৃত দরশনে।।

গোপীর অনুগত যারা
ব্রজের সে ভাব জানে তারা
নিহেতু প্রেম ধর ধরা
গোপীদের মনে।।

টলে জীব অটল ঈশ্বর
তাতে কি হয় রসিক শিখর
লালন বলে রসিক বিভোর
রস ভিয়ানে।।

(কৃষ্ণলীলা)

ব্রজ: শ্রীকৃষ্ণের লীলাস্থান, বৃন্দাবন গ্রাম।
গোপী: শ্বীকক্ষে র লীলা সহচর, শিষ্য।