সেই কালার প্রেম করা কথার কথা নয়

সেই কালার প্রেম করা কথার কথা নয়।
ভালো হলে ভালোই ভালো
নইলে ল্যাটা হয়।।

সামান্যে কি এই জগতে
পারে কি সেই প্রেম যাজিতে
প্রেমিক নাম পাড়ায়ে সে যে
মিছে দুকূল হারায়।।

এক প্রেমের ভাব অশেষ প্রকার
প্রাপ্তি হয় সে ভাব অনুসার
ভাব জেনে ভাব না দিলে তাঁর
প্রেমে কি ফল পায়।।

যোগী যেমন প্রেম আচারী
যাতে বাঁধা বংশীধারী
লালন বলে সে প্রেমবিহারী
ধন্য জগতময়।।

(কৃষ্ণলীলা)

যোগী: যিনি যোগসাধনা করেন, ধ্যানী ব্যক্তি।