সেই অটল রূপের উপাসনা

সেই অটল রূপের উপাসনা।
ভবে কেউ জানে কেউ জানে না।।

বৈকুণ্ঠে গোলকের উপর
আছেরে সেই রূপের বিহার
কৃষ্ণের কেউ নয় সে অধর
রাধার প্রতি সই জনা।।

স্বরূপ রূপের এই যে ধরন
দোহার ভাবে টলে দোহার মন
অটলকে টলাতেরে মন
পারে বলো কোন জনা।।

নৈরাকারে জল হইতে জন্মে
শক্তির ধারা সেই অবিম্বে
লালন বলে তাঁর অণুপ্রেমে
দিন থাকতে জেনে নে না।।

(সাধকদেশ)

বৈকুণ্ঠ: স্বর্গ, জান্নাত।