সেই প্রেম গুরু জানাও আমায়।
আমার মনের অকৈতবাদি
যাতে ঘুচে যায়।।
দাসীকে আজ নিদয় হয়ো না
দাও হে কিঞ্চিৎ প্রেম উপাসনা
ব্রজের জলদ কালো, গৌরাঙ্গ হলো
কোন প্রেম সেধে সে বাঁকা শ্যামরায়।।
পুরুষ কোনদিন সহজ ঘটে
শুনলে মনের স’ মিটে
তবে তো জানি, প্রেমের করণী
সহজে সহজে লেনাদেনা হয়।।
কোন প্রেমে বসে গোপীর দ্বারে
কোন প্রেমে শ্যাম রাধার পায়ে ধরে
বলো বলো তাই, হে গুরু গোঁসাই
দীনের অধীন লালন বিনয় করে কয়।।
(প্রবর্তদেশ)
অকৈতবাদি: যে কথা গুলো বলার মতো নয়।