শিরনি খাওয়ার লোভ যার আছে

শিরনি খাওয়ার লোভ যার আছে।
সে কি চেনে মানুষ রতন
দরগাতলায় মন মজেছে।।

সাধুর হাটে সে যদি যায়
আঁট বসে না কোন কথায়
মন থাকে তার দরগাতলায়
বুদ্ধি তাঁর প্যাঁচায় পেয়েছে।।

প্রতিমা গড়ে ভাস্করে
মনপ্রাণ প্রতিষ্ঠা করে
আবার গুরু বলে তারে
এমন পাগল কে দেখেছে।।

মাটির পুতুল গড়ে নাচায়
আপনি মারে আপনি বাঁচায়
তাই জেনে স্বয়ং হতে চায়
লালন কয় তাঁর সকল মিছে।।

(স্থূলদেশ)