স্বরূপ রূপে নয়ন দেরে

স্বরূপ রূপে নয়ন দেরে
দেখবি সে রূপ
কেমন স্বরূপ ঝলক মারে।।

স্বরূপ বিনে রূপটি দেখা
সে কেবল মিথ্যে ধোঁকা
স্বরূপের নাই লেখাজোখা
স্বরূপশক্তি সাধনদ্বারে।।

মনমোহিনীর মনোহরা রূপ
নরবপু তাঁহার স্বরূপ।
যে জানো সে থাকোরে চুপ
বলতে নাই ভেদ যারে তারে।।

স্বরূপে যার আছে নয়ন
তারে কি ছুঁতে পারে শমন
বিনয় করে বলছে লালন
রূপ ভুলিলে পড়বি ফেরে।।

(সাধকদেশ)

নরবপু: মানবদেহ, নরদেহ।