শুদ্ধ প্রেমরাগে ডুবে থাকরে আমার মন

শুদ্ধ প্রেমরাগে ডুবে থাকরে আমার মন।
স্রোতে গা চালান দিও না
রাগে বেয়ে যাও উজান।।

নিবাইয়ে মদনজ্বালা
অহিমুণ্ডে করগে খেলা
উভয় নিহার উর্ধ্ব
প্রেমের এই লক্ষণ।।

একটি সাপের দুটি ফণী
দুইমুখে কামড়ালেন তিনি
প্রেমবাণে বিক্রম যিনি
তার সনে দাও রণ।।

মহারস মুদিত কমলে
প্রেমশৃঙ্গারে লওরে তুলে
চাই আত্ম সামাল সেই রণকালে
কয় ফকির লালন।।

(সাধকদেশ)

অহিমুণ্ডে: সাপ ও মাথা। এখানে দেহের মধ্যে বিষয় এ বিষয়ী অঞ্চল কর্তা ও কর্মকে বোঝানো হচ্ছে।
কমল: পদ্মফুল, জ্ঞানের প্রতীক।