শুনে মানের কথা চম্পকলতা

শুনে মনের কথা চম্পকলী
মাখা যায় ঘুরে।
চোরের মতো বুদ্ধিহত
দাঁড়িয়ে আছি তাঁর দ্বারে।।

দুঃখের কথা বলবো কী ছাই
কথায় কথায় মান করে রাই
নারী লোকের বুদ্ধি তো নাই
মানের দায়ে শুধু কেঁদে ফিরে।।

এতো মান ভাঙ্গাতে সাধাসাধি সয় কি
আসিয়া বিষমুখীরে বুঝাও তো সখি
লালন বলে এতো মান কিসে তার দেখি
ঠাঁই মিলে না রাধার মানসাগরে।।

(কৃষ্ণলীলা)