শুনি মরার আগে ম’লে
শমন-জ্বালা ঘুচে যায়।
জানগে কেমন মরার
কীরূপ জানাজা দেয়।।
জ্যান্তে মারিয়ে সুজন
দিয়ে খেলকা তাজ তহবন
বেশ পরায়;
রুহু চাপায় হয় কিসে তার
গোর হয় কোথায়।।
মরার শৃঙ্গার ধরে
উচিৎ জানাজা করে
যে যথায়;
সেই মরা আবার মরিলে
জানাজা হয় কোথায়।।
কথায় হয় না সেরূপ মরা
তাদের করণ বেদ ছাড়া
সর্বদায়;
লালন বলে সম্ঝে পরো
মরার হার গলায়।।
(সাধকদেশ)
খেলকা: সাধুর গায়ের জামা।
তাজ: মাথার পাগড়ি।
তহবন: পরিধেয় লুঙ্গি।
গোর: কবর, সমাধি।