শুনি নবির অঙ্গে জগৎ পয়দা হয়

শুনি নবির অঙ্গে জগৎ পয়দা হয়
সেই যে আকার কি হল তাঁর
কে করে নির্ণয়।।

আবদুল্লার ঘরেতে বলো
সেই নবির জন্ম হল
মূল দেহ তাঁর কোথায় ছিলো
কারে বা শুধাই।।

কিরূপে সেই নবির জান, সে
যুক্ত হয় বাবার বীজে
আবহায়াত যাঁর নাম লিখেছে
হাওয়া নাই সেথায়।।

একজানে দুইকায়া ধরে
কেউ পাপ কেউ পুণ্যি করে
কী হবে তার রোজ হাসরে
হিসাবের বেলায়।।

নবির ভেদ পেলে এক ক্রান্তি
ঘুচে যেত মনের ভান্তি
দৃষ্টি হয় তার আলক পন্তি
লালন ফকির কয়।।

(নবিতত্ত্ব)

আবহায়াত: আব অর্থ পানি, হায়াত অর্থ জীবন। চিরন্ত জ্ঞানপ্রবাহ, অসীম মনলোকের অসীম জ্ঞান।
হাসর: জন্ম জন্মান্তরে সমমনাদের সাথে পুনঃ পুনঃ একত্রিত হওয়া, পুনর্মিলন।