সবাই কি তার মর্ম জানতে পায়

সবাই কি তাঁর মর্ম জানতে পায়।
যে সাধন ভজন করে
সাধনে অটল হয়।।

অমৃত মেঘের বরিষণ
চাতক ভাবে যাঁরে মন
তাঁর একবিন্দু পরশিলে তখন
শমনজ্বালা ঘুচে যায়।।

যোগেশ্বরীর সঙ্গে যোগ করে
মহাযোগ সেই জানতে পারে
তিন দিনের তিনমর্ম জেনে
একদিনেতে সেধে লয়।।

বিনা জলে হয় চরণামৃত
যা খেলে যায় জরামৃত
লালন বলে, চেতন গুরুর সঙ্গ নিলে
জ্ঞানচোখে দেখায়ে দেয়।।

(সাধকদেশ)