সদা সে নিরঞ্জন নীরে ভাসে

সদা সে নিরঞ্জন নীরে ভাসে
যে জানে সে নীরের খবর
নীরঘাটায় খুঁজলে তাঁরে
পায় অনা’সে।।

বিনা মেঘে নীর বরিষণ
করিতে হয় তাঁর অন্বেষণ
যাতে হলে ডিম্বের গঠন
থাকিয়ে অবিম্বু শম্ভুবাসে।।

যথা নীরের হয় উৎপত্তি
সেই আবিম্বে জন্মে শক্তি
মিলন হলো উভয় রতি
ভাসলে যখন নৈরেকারে এসে।।

নীরে নিরঞ্জন অবতার
নীরেতে সব করবে সংহার
সিরাজ সাঁই তাই কয় বারে বার
দেখরে লালন আত্মতত্বে বাসে।।

(সিদ্ধিদেশ)

নীরঘাটা: নাভীমূলের নিচে স্বাধিষ্ঠান চক্র।
ডিম্ব: মায়ের ডিঙ্গাণু।
অবিম্বু: আলোর প্রতিফলন।
শম্ভুবাসে: শিবলোকে, গুরু জগতে।
নৈরাকার: দেহমনের আদি সত্তা।