সহজ আলক নবি

সহজে আলক নবি।
দেহের ভিতর চৌদ্দ ভুবন
বানালো কলের ছবি।।

ভব ভাবি ভরের ঘোরে
ঘোর সাগরে অন্ধকারে
চারিদিকে মায়ার প্রাচীর
প্রেম রতনে সাঁই কাজী।।

নাসুতে করে স্থিতি
মালকুতে তার বসতি
জলে স্থলে শশীর কিরণ
মালকুতে রয় রবি।।

নৈরাকারে হয়ে বারি
বারি বিছে থাকেন বারি
জোর করে সকলে তারি
কার ভাবে হবি ভাবি।।

বলে লালন কাতর হালে
বাঁধা আছি ভূমণ্ডলে
কাটারে মনের কলি
ভাবের ভাবি।।

(সাধকদেশ)

আলক নবি: দেহমনে সুপ্ত নূরে মোহাম্মদী, জ্যোতি।
নাসুত: বস্তুজগত।
মালকুত: ফেরেস্তা জগত।