সহজে অধর মানুষ না যায় ধরা

সহজে অধর মানুষ না যায় ধরা।
হতে হবে জ্যান্তে মরা।।

অধর ধরার এমনি ধারা
গুরু শিষ্য ঐক্য করা
চৈতন্যরূপ নিহার করা
জানলে হয় করণ সারা।।

হায়াত নদীর মধ্যে স্থিতি
আজগুবি ফুল হয় উৎপত্তি
ফুলের মধ্যে ফলের জ্যোতি
হয় উজালা।।

মেঘের কোলে বিদ্যুৎ খেলে
অমনি সেরূপ যায়ারে চলে
ভাব না জেনে ধরতে গেলে
পড়বি মারা।।

নয়নকোণে মেঘ আকৃতি
দেখবে সে রূপের জ্যোতি
লালন বলে কূলের পতি
কূল না ছাড়লে কি দেবে ধরা।।

(সাধকদেশ)

অধর; স্পর্শাতীত, যা ধরা যায় না, অসীম মনোলোক।
নিহার: দর্শন করা।