সকাল বেলা চিকন কালা

সকাল বেলা চিকন কালা
এলে কী মনে করে।
তুমি এলে হে নিশিজাগা
রাধার দ্বারে।।

তোমার আসাতে রে ভাই
আমরা গোপীগণ সবাই
মনের সুখে বাসরঘর সাজাই
ওহে রাখালরাজ মজালে কুলবঁধু রাধারে।।

শ্যাম তোমার বুঝবে কে লীলে
বলো তো গতনিশি কার কুঞ্জেতে ছিলে
তোমার বদনবিধ শুকায়ে গেছে
শাম তোমার দিয়েছে দফা মেরে।।

পোহায়ে গেছে নিশি
ও শ্যাম তুমি হয়েছে দোষী
আর বাজাইও না ভূয়ো বাঁশী
লালন বলে কিশোরী বসে আছে মান ভরে।।

(কৃষ্ণলীলা)