সময় গেলে সাধন হবে না

সময় গেলে সাধন হবে না।
দিন থাকিতে তিনের সাধন
কেন করলে না।।

জানো না মন খালে-বিলে
থাকে না মীন জল শুকালে
কী হয় তাঁর বাধাল দিলে
শুকনা মোহনা।।

অসময়ে কৃষি করে
মিছামিছি খেটে মরে
গাছ যদিও হয় বীজের জোরে
ফল তো ধরে না।।

অমাবস্যায় পূর্ণিমা হয়
মহাযোগ সেদিনে উদয়
লালন বলে তাঁর সময়
দণ্ড রয় না।।

(সাধকদেশ)

আ বুম্বু: আলোক বিন্দু, নূরে মোহাম্মদী।
লা শারিকালা: আল্লাহ ছাড়া আর কোনো অংশীদার নেই।
কারুবালা: প্রভু গুরু।
ফুওকারময়: কুয়াশাময় অন্ধকার থেকেও ভয়ানক, আলোও যা ভেদ করতে পারে না।