সোনার মানুষ ঝলক দেয় দ্বিদলে

সোনার মানুষ ঝলক দেয় দ্বিদলে।
যেমন মেঘেতে বিজলী খেলে।।

দল নিরূপণ হয় যদি
জানা যায় সে রূপনিধি
মানুষের করণ হবে সিদ্ধি
সেইরূপ দেখিলে।।

গুরুকৃপার তুল্য যারা
নয়ন তাদের দীপ্তকারা
রূপআশ্রিত হয়ে তারা
ভবপারে যায় চলে।।

স্বরূপ রূপে রূপের কিরণ
স্বর্গ, মর্ত্য, পাতাল ভুবন
সিরাজ সাঁই কয় অবোধ লালন
চেয়ে দেখ নয়ন খুলে।।

(সাধকদেশ)