সোনার মানুষ ভাসছে রসে

সোনার মানুষ ভাসছে রসে।
যে জেনেছে রসপন্তি
সেই দেখতে পায় অনা’সে।।

তিনশ ষাট রসের নদী
বেগে ধায় ব্রহ্মাণ্ড ভেদী
তার মাঝে রূপ নিরবধি
ঝলক দিচ্ছে এই মানুষে।।

মাতাপিতার নাই ঠিকানা
অচিন দেশে বসতখানা
আজবি তাঁর আওনাযাওনা
কারণ বারির যোগ বিশেষে।।

অমাবস্যায় চন্দ্র উদয়
দেখিতে যার বাসনা হৃদয়
লালন বলে থেকো সদাই
ত্রিবেণীর ঘাটে বসে।।

(সিদ্ধিদেশ)

রসপত্তি: রসের পথ, মেরুরজ্জুর মধ্য দিয়ে মুক্তি পর্যন্ত বিদ্যুৎ প্রবাহের সূক্ষ্ম পথ।