সরোবরে আসন করে রয়েছে আনন্দময়

সরোবরে আসন করে রয়েছে আনন্দময়।
জীবনশূন্য সবাই মান্য
স্বয়ং রক্ষা তাঁর মাথায়।।

চক্ষু আছে নাহি দেখে
তিন মরা একত্রে থাকে
পরের মুখে মুখ লাগায়ে
মরম কথা কয়।।

একে মরা নাই তাঁর জীবন
তাঁর মধ্যে জ্যান্ত আছে একজন
সাধকতে সাধে যখন
ডাকলে মানুষ কথা কয়।।

আশেকে করেছে লীলা ভবের পরে
দেবের দেব পূজেছে তাঁরে
পদ নাই সে চলে ফেরে
রসিকের সভায়।।

ঐ পিরিতে সবাই মেতে
বিলাচ্ছে প্রেম হাতে হাতে
ফকির লালন বলে ঐ পিরিতে
মজেছি আপন ইচ্ছায়।।

(সিদ্ধিদেশ)

আশেক: প্রেমিক।