সত্য বল সুপথে চল ওরে আমার মন

সত্য বল সুপথে চল ওরে আমার মন।
সত্য সুপথ না চিনিলে
পাবিনে মানুষের দরশন।।

ফড়িয়া মহাজন যে জন তার বাটখারাতে কম
তারে কসুর করবে যম
গদিয়ান মহাজন যে জন
বসে কেন প্রেমরতন।।

পরের দ্রব্য পরের নারী হরণ করো না
পারে যেতে পারবে না
যতোবার করিবে হরণ
তোবার হবে মরণ।।

লালন ফকির আসলে মিথ্যে
ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে
সই হলো না একমন দিতে
আসলে হলো না করণ।।

(প্রবর্তদেশ)

দরশন: দেখা।