ঠিক মুসুল্লি বলছ কারে

ঠিক মুসুল্লি বলছ কারে
মুসুল্লি সব এ সংসারে।।

শুনবো সাঁইয়ের নিগূঢ় কথায়
আশা তসবির জন্ম কোথায়
কে পরালো খিলকা গলায়
মাথায় তাজ পড়ালো কেরে।।

একটি মরার পাঁচটি কাল্লা
কাল্লায় বলছে আল্লা আল্লা
কোন্ কাল্লায় হয় রসুলউল্লা
সদাই নাম কে জপেরে।।

তহবন পরে হলি খাঁটি
উপরে ডোর নিচে কোপনি
লালন বলে এসব ফষ্টি
খাটবে নারে সাধুর দ্বারে।।

(প্রবর্তদেশ)

নিগূঢ়: গোপনীয়, রহস্যময়।
পাঁচটি ফল্লা: পঞ্চশক্তি, যেমন: জীবশক্তি, নন্দিনীশক্তি, মায়াশক্তি, চিৎশক্তি ও হলাদিনীশক্তি।