তিনদিনের তিনমর্ম জেনে

তিনদিনের তিনমর্ম জেনে
রসিক সাধনে সাধে
একই দিনে।।

অকৈতব সে ভেদের কথা
কইতে প্রাণে লাগে ব্যথা,
না কইলে জীবের, নাইকো নিস্তার
বলি সেই জন্যে।।

তিনশো ষাট রসের মাঝার
তিন রস গণ্য হয় স্বীকার,
সাধলে সে করণ এড়াবে শমন
এই ভূবলে।।

অমাবস্যায় প্রতিপদ
দ্বিতীয়ার প্রথম সে তো,
লালন বলে তাঁর আগমন
সেই যোগের সনে।।

(সাধকদেশ)