তীরধারা বয়রে নদীর তীরধারা বয়

তীরধারা বয়রে নদীর তীরধারা বয়।
কোন ধারাতে কী ধনপ্রাপ্তি হয়।

তীরধারায় যোগানন্দ, কার সঙ্গে কি সম্বন্ধ
শুনলে ঘোচে মনের সন্দ, প্রেমানন্দ বাড়ে হৃদয়
শক্তিতত্ত্ব পরমতত্ত্ব সত্য সত্য যাহার হৃদয়।।

তারুণ্যে কারুণ্যে এসে, লাবণ্যেতে কখন মেশে
যার আছে এসব দিশে, সচেতন তাঁরে বলা যায়
আমার হলো মতিমন্দ, সেপথে ডোবে না মনরায়।।

কখন হয় শুকনা নদী, কখন হয় বর্ষা অতি
কোনখানে তাঁর কূলের স্থিতি, সাধকে করে নির্ণয়
আমি অভাগা লালন, না বুঝে ডুবি কিনারায়।।

(সাধকদেশ)