তরিকতে দাখিল না হলে

তরিকতে দাখিল না হলে।
শরিয়ত হবে না আদায়
যেয়ে পড়বি গোলমালে।।

শরার নামাজের বীজ
আরকান আহকাম তের চিজ
তরিকতের আরকান আহ্‌কাম
কয় চিজে বলে।।

সালেকী মজ্জবী হয়
হকিকতে হয় পরিচয়
মারেফত সেই সিদ্ধের মোকাম
নয়ন দেখ নারে খুলে।।

আত্মতত্ত্ব জানে যে সব
খবরের জবর সে
লালন ফকির ফ্যারে প’ল
নিগূঢ় পথ ভুলে।।

(প্রবর্তদেশ)

আরকান: স্তরসমূহ।
আহ্‌কাম: আদেশ নির্দেশমালা।