তুমি কার আজ কেবা তোমার

তুমি কার আজ কেবা তোমার
এ ভবসংসারে।
মিছে মায়ায় মজিয়ে মন
কী কররে।।

এতো পিরীত দন্ত জিহ্বায়
কায়দা পেলে সেও সাজা দেয়
স্বল্পেতে সব জানিতে হয়
ভাবনগরে।।

সময়ে সকলই সখা
অসময়ে কেউ দেয় না দেখা
যার পাপে সে ভোগে একা
চার যুগেরে।।

আপনি যখন নই আপনার
কারে বলি আমার আমার
সিরাজ সাঁই কয় লালন তোমার
জ্ঞান নাহিরে।।

(প্রবর্তদেশ)