উপরোধের কাজ দেখরে ভাই

উপরোধের কাজ দেখরে ভাই
ঢেঁকি গেলার মতো।
সে তো যায় না গেল, তলাগলা
ছিঁড়ে হয় হত।।

মনটা যাতে রাজী হয়।
প্রাণটা তাতে আপনি যায়
পাথর দেখে শোলার মতো;
ব্যাগার ঠেলা ঢেঁকি গেলা
টাকশালে সাঁই না তো।।

মুচিরামের কেটোয় গঙ্গা মা
কোন গুণে যায় দেখো না
কেউ ফুল দিয়ে পায় না তো;
মন যাতে নাই, পূজলে কী হয়
ফুল দিয়ে শতশত।।

যার মনে যা লাগে ভাই
সে করুক সদাই
গোল কেন আর এতো;
ফকির লালন কয়, লাখিয়ে পাকায়
সে ফল কভু হয় না মিঠেতো।।

(প্রবর্তদেশ)