ভবে এসে রঙ্গরসে

ভবে এসে রঙ্গরসে
বিফলেতে জনম গেল।
কবে করবে ভজন ধর্মযাজন
দিনে দিনে দিন ফুরালো।।

থাকবে চাপা কদাচ
করেছ যে সকল কাজ
তোমার নিজ মুখে, তাঁর সম্মুখে
ব্যক্ত হবে মন্দভাল।।

পুণ্যধর্ম হিতকর্ম
চেনে তাঁর নিগূঢ় মর্ম
যাতে হবে মন্দ, তাই পছন্দ
করেছ আজন্মকাল।।

আপন পাপ স্বীকার করি
সিরাজ সাঁইয়ের পশ্চাতে ফিরি
লালন বলে পুণ্য পাব, স্বর্গে যাব
এর চেয়ে আর কী ভাল।।

(প্রবর্তদেশ)