ভবে এসে ভাবছি বসে
হারা হলাম বুদ্ধিবল।
বারো তাল উদয় হলো
আমি নাচি কোন্ তাল।।
কেউ বলে শেরেক ছাড়ো
রোজা করো নামাজ পড়ো
কেহ তার দেয় ইশারা
পাবা বেহেস্তের ফল।
কেউ বলে খ্রিষ্টানী
ওই ধর্ম সত্য জানি
কই খোদা ভজিবে সদা
মুক্তি পাবি পরকাল।।
কেহ তো বলছে পিছে
ও তোর সকলই মিছে
বাপদাদায় যে চাল চলেছে
চলরে ভেড়ো মেনে চল।।
না হলো শরিয়তী
হলো মারেফতী
লালন বলে কলিকালে
হতে হবে খৎনার হাল।।
(স্থূলদেশ)
শেরেক: স্মৃতি-সংস্কার।
রোজা: ফরাসি শব্দ রেজা। আরবি শুল্ক ‘সিয়াম’ অর্থ বিরত থাকা। দুনিয়া তথ্য মনবীয় আমিত্ব থেকে মনকে বিরত রাখার প্রচেষ্টাকে সিয়াম বলে।
নামাজ: ফরাসি শব্দ নামাজ। আরবি শব্দ ‘সালাত’ অর্থ স্বরণ শত সংযোগ প্রচেষ্টা।
ভেড়ো: দুর্বল।