ভবে কে তাহারে চিনতে পারে

ভবে কে তাঁহারে চিনতে পারে
এসে মদীনায় তরিক জানায়
এ সংসারে।।

সবে বলে নবি নবি
নবি কি নিরঞ্জন ভাবি
আপন দেল ঢুঁড়িলে জানতে পাবি
আহামদ নাম হল কারে।।

যার মর্ম সে যদি না কয়
কার সাধ্য কে জানিতে পায়
তাইতে আমার দীন দয়াময়
মানুষরূপে ঘোরে ফেরে।।

নফি এজবাত যে বোঝে না
মিছেরে তার পড়াশুনা
লালন কয় ভেদ উপাসনা
জেনে চটকে মরে।।

(স্থূলদেশ)

আহামদ: প্রশংসাকালী, গুরুর গুণবাচক নাম, সৃষ্টির মোহবন্ধনমুক্ত, জাবীন সামাদ সত্ত। যিনি মোহাম্মদী শক্তিতে শক্তিমান মহাপুরুষ। একজন মোহাম্মদ।
নফি এজবাত: নফি মানে না করা বা নাকচ করা বা ত্যাগ করা। এজবাত মানে প্রতিষ্ঠা গ্রহণ করা।