ভুলো না মন কারো ভোলে

ভুলো না মন কারো ভোলে
রসুলের দীন সত্য মান
ডাক সদাই আল্লা বলে।।

খোদাপ্রাপ্তি মূলসাধনা
রসুল বিনে কেউ জানে না
জাহেরতেন উপাসনা
রসুল দ্বারা প্রকাশিলে।।

দেখাদেখি সাধলে যোগ
বিপদ ঘটবে বাড়বে রোগ
যে জন হয় সিদ্ধসাধক
সেই রসুলের ফরমানে চলে।।

অপরকে বুঝাইতে তামাম
করেন রসুল জাহেরা কাম
বাতেনে মশগুল মেদাম
সেই ভেদ কারো কারো জানাইলে।।

যেরূপ মুর্শিদ সেইরূপ রসুল
যে ভজে সে হবে মকবুল
সিরাজ সাঁই কয় লালন কি কূল
পাবি মুর্শিদ না ভজিলে।।

(স্থূলদেশ)

জাহেরা কাম: প্রকাশ্যে শিক্ষামূলক আচরণ-বিচরণ।
মুর্শিদ: ত্রিকালদ্রষ্টা সম্যক গুরু, আধ্যাত্মিক অর্থাৎ আত্মিক মুক্তির শিক্ষাদীক্ষাদাতা মহাপ্রভু, একজন জীবন্ত মোহাম্মদ বা নাতেকে কোরান।