বন্দী জেগে আছে

জং ধরা শেকলের শব্দে
পাথরের দেয়ালে কাঁপছে ছায়া
ঘুমন্ত পৃথিবীর শেষ চিৎকারের
গরাদের ফাঁক গলে, কঠিন দুচোখ মেলে
শুধু বন্দী জেগে আছে।

সেন্ট্রির হুইসেলে বুকের মাঝে
ফোঁটা ফোঁটা রক্ত ঝরে
সেলের কপাটে আহত ইতিহাস
যেতে যেতে থমকে পড়ে
হাজার বছরের বোবা কান্নায়
জ্বালিয়ে রেখে বুকের কাছে
শুধু বন্দী জেগে আছে।

নিঃশ্বাসে নিঃশ্বাসে ভারী বাতাসে
চুপিচুপি আঁধার চলে
বন্দীর পায়চারী হঠাৎ থেমে
যাতনার গল্প বলে
হাজার বছরের বোবা কান্নায়
জ্বালিয়ে রাখে বুকের কাছে
শুধু বন্দী জেগে আছে।

কন্ঠ: আইয়ুব বাচ্চু
সুর: এল.আর.বি.