বাংকার

জ্বালাধরা চোখ ট্রিগারে আঙ্গুল
সীমান্তে সতর্ক যোদ্ধা,
কবরের বুনো ঝোপ নিশ্চুপ
বিউগলে সকরুণ শ্রদ্ধা।

বারুদের গন্ধে ভেসে উঠে
প্রিয়ার পরশের লজ্জা,
নিমিষে যোদ্ধার ক্লান্তি
বাংকার হলো ফুলশয্যা।

জংধরা হেলমেট শ্যাওলা
যোদ্ধার সারা মুখে ধ্বংস,
পাতাহীন বৃক্ষের মগডাল
দুঃসহ বেদনার অংশ।

পতাকার আঁচলে হাত বাড়ালেই
ধরা দেয় পোড়া হাড়-মজ্জা,
নিমিষে যোদ্ধার ক্লান্তি
বাংকার হলো ফুলশয্যা।

নির্জন আঁধারের দেয়ালে
রাইফেল ধরা হাত শক্ত,
ঝরে পরা শিশিরের শব্দে
কেঁদে উঠে যোদ্ধার রক্ত।

তারপর থেমে গেছে যুদ্ধ
কেউ রাখেনি যোদ্ধার খবর,
এক বুক বিষাদের বাংকার
হয়ে গেছে যোদ্ধার কবর।

কন্ঠ: এস.আই.টুটুল
সুর: আইয়ুব বাচ্চু