চাঁদ মামা

মধ্যরাতে মাথার উপর
চাঁদটাকে একা পাই,
চাঁদ ছাড়া যে আমার আর
অন্য কোন মামা নাই।

সুখতলী ক্ষয়ে গেছে
ছিঁড়ে গেছে জামা,
একটা চাকরী হবে চাঁদমামা
ও চাঁদমামা, একটা চাকরী হবে মামা।

নিজের ছায়া নিজের কাছে
কেমন যেন অচেনা লাগে,
ছায়া যেনো অন্যমানুষ
চলে শুধু আমার আগে।

পথে আমায় কেউ চেনেনা
অনেক লোকের অনেক ভীড়ে,
আমার আশা কেঁদে মরে
অবহেলায় শুন্য নীড়ে।

কন্ঠ ও সুর: আইয়ুব বাচ্চু